আজমুল তালুকদার চুনারুঘাট থেকে: চুনারুঘাট উপজেলার ৭নঃ উবাহাটা ইউনিয়নের বড়কোটা বালিয়ারি মধ্যবর্তী জাংগাল নামক স্থানে সিএনজি ও টমটম যাত্রীদের কাছ থেকে মারদর করে ২ লক্ষাদিক টাকা হাতিয়ে নিয়ে যায় ডাকাতরা । জনাযায় গতকাল রাত ৮টার সময় এ দূরঘটনা ঘটে এতে একজন বিজিবি সদস্য দূরবৃত্তদের অশ্রের আগাতে আহত হন । কিছুদিন আগেও একেই স্থানে থেকে ৭টি টমটম থেকে তিন লক্ষাদিক টাকা লুটরাজ করে নিয়ে যায় দূর্বৃত্তরা ।