শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর জামেয়া মাদানিয়া সৈয়দা ধন বিবি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় শায়েস্তাগঞ্জ দাউদ নগর জামিয়া মাদানিয়া সৈয়দা ধন বিবি মাদ্রাসা ও এতিমখানায় সামাজিক সংগঠন আপনজন হবিগঞ্জের উদ্যোগে ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি প্রাণেশ রঞ্জন দাস।
সাধারণ সম্পাদক মকসুদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন এর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন,
বিশেষ অতিথি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রকিব,কাউন্সিলর ফাহিন হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমী, আপনজনের প্রতিষ্ঠাতা সভাপতি এড. ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি বাদল রায়, সমাজসেবক ইয়াসিন আহমেদ স্বপন, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন আপনজন সদস্য এড মোঃ সফিকুল ইসলাম, এড. আজিজুল হক চৌধুরী জুয়েল, ইংল্যান্ড প্রবাসী শহিদুল আলম চৌধুরী বাচ্চু, হাজী কুতুবউদ্দিন ও সিরাজ উদ্দিন, এমদাদুল ইসলাম শীতল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নজরুল ইসলাম হীরা, মোহাম্মদ নাসিম হোসেন, বিশিষ্ট মুরুব্বী করিম হোসেন, জোসেফ মিয়া, রমজান আলী, সৈয়দ রিপন মাদ্রাসার মতোয়াল্লির পক্ষে এম হায়দার চৌধুরী জুনায়েদ, মাদ্রাসা মুহতামিম মুফতি তাজুল ইসলাম প্রমূখ।