বাহার উদ্দিন,লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২ জানুয়ারী)উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৯ থেকে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও)ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোছাঃ জিলুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।
দিনব্যাপী প্রশিক্ষণ এ ৮ শত ৫২ জন ভোট গ্রহণ কর্মকর্তা অংশ নেন।
এর মধ্যে ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৫৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫১৬ জন পোলিং অফিসার।