মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় সারাদেশের ন্যায় বিনামূল্যে বই (পাঠ্য পুস্তক) বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১লা জানুয়ারি সকাল ১১ টায় মাদ্রাসা মাঠে উক্ত পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সহ সভাপতি মোঃ শাহজাহান, মাদ্রাসার বাইস প্রিন্সিপাল মোঃ আব্দুল মুনিম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল সালাম চৌধুরী, মোঃ সাগর উদ্দিন ভূঁইয়া, মোঃ আব্দুল হাই প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দরা মাদ্রাসার ৩২২ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেন। এছাড়াও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, মুজাহের উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।