সুতাং প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে ”সুরাবই স্পোর্টিং ক্লাব” এর আয়োজনে ”সুরাবই ফ্রিজকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” এর ফাইনাল খেলা, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সুতাং রেলওয়ে ষ্টেশন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে এবং ফাইনালে উত্তীর্ণ হয় অলিপুর নয়াবাড়ি একাদশ ও জার্মান একাদশ সুরাবই।
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমে অলিপুর নয়াবাড়ি ব্যাটিং এ নেমে নির্ধারিত ১২ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১৩১ রান তুলে। জবাবে জার্মান একাদশ প্রথমে ধীরগতিতে শুরু করলে সময়ের সাথে সাথে ব্যাটাররা চড়াও হয়। নির্ধারিত ১২ ওভারের ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জার্মান একাদশ নির্ধারিত লক্ষ্যে পৌছেঁ যায়।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও এম এস ইলেকট্রনিক্স এর সৌজন্যে গেম চ্যাঞ্জার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জার্মান একাদশ এর খেলোয়াড় শিবলু এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় জার্মান একাদশেরই খেলোয়াড় তৌহিদুর রহমান লিংকন।
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ ও সম্মাননা গ্রহণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক আলী সেবন, সুরাবই স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা গিয়াস উদ্দিন মখলিছ, সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব, সৈয়দ মোঃ রাসেল, নূরপুর ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড মেম্বার সৈয়দ এম. এ. আর মাসুক ভান্ডারী, ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম দিপন, সুরাবই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া রায়হান, সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সোহানুর রহমান, বিশিষ্ট ক্রিড়ানুরাগী এম. এ মালেক, মোঃ ফারুক মিয়া, সৈয়দ শাহান শাহ্ পীর, গাজিউর রহমান রানা, গোলাম সারোয়ার উদ্দিন বাবলু, জহিরুল ইসলাম সুজন, মোঃ মুরাদ উল্লাহ, আল আমিন চৌধুরী, লিটন তালুকদার, মোঃ জাকারিয়া।
উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ছিলেন বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর চৌধুরী।
অতিথিরা তাদের বক্তব্যে আয়োজক কমিটির ভূয়শী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই মাঠে আরও টুর্নামেন্ট আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় শতশত দর্শক খেলাটি উপভোগ করে।