বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বেড়ে চলছে উৎপাদন ও বানিজ্যিকিকরন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিতে আসছে নানা পরিবর্তন, বাড়ছে ফলন,লাভবান হচ্ছে কৃষকেরা।
এক সময় লাখাইয়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ এর ফলে কৃষকেরা আশানুরূপ ফলন পেতনা।কোন কোন সময় লোকসানও গুনতে হতো।কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বানিজ্যিকিকরন ও বাজারের চাহিদার সাথে সংগতি রেখে চাষাবাদ করায় লাভবান হওয়ায় এদিকে আগ্রহী হয়ে উঠছে কৃষকেরা।
এমনই একজন সফল কৃষক উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামের মোহাম্মদ নাসিম মিয়া।
ধান,সরিষার পাশাপাশি সারাবছর মৌসুমী শাকসবজি চাষ করে তিনি সফলতা পেয়েছেন।
চলতি মৌসুমে তিনি টমেটো, পেয়াজ,লাউ,বেগুন ও মরিচ চাষ করেছেন।
মোহাম্মদ নাসিম মিয়া চলতিবৎসর প্রথম বারের মতো মাল্চিং পদ্ধতি ব্যবহার করে তিনি তাঁর ১২ শতাংশ জমিতে আগাম মরিচ চাষ করেছেন।
চাষাবাদ, মাল্চিং পদ্ধতির জন্য প্রয়োজনীয় পলিথিন, নেট,খুঁটি,বেড়া,সার,কীটনাশক ও চারা সমেত খরচ হয়েছে ৯ হাজার টাকা।
আশ্বিন মাসের শেষ দিকে জমিতে রোপণ করা মরিচ ইতিমধ্যে বাজারজাত করন চলছে।
বিগত একমাস যাবত প্রতিদিন ২০-৩৫ কেজি করে বাজারে নিয়ে বিক্রি করেছেন।
পাইকারি দরে প্রতিকেজি ৫৫-৬০ টাকায় এবং খুচরা প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে ২৫ হাজার টাকার মতো বিক্রয় করতে পেরেছেন। আরো মাস দুয়েক বিক্রি করতে পারবেন। এতে তার মোট ৭০ -৭৫ হাজার টাকার মতো বিক্রি হবে বলে আশাবাদী।
এ বিষয়ে মোহাম্মদ নাসিম মিয়া জানান আমি ধান ও সরিষা আবাদ এর পাশাপাশি সারাবছর মৌসুমে ভেদে শাকসবজি চাষ করে আসছি। এতে আমি বেশ লাভবান।
প্রথমবারের মতো মাল্চিং পদ্ধতি তে কিভাবে উদ্বুদ্ধ হলেন বিষয়ে জানতে চাইলে তিনি জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান ও আমাদের ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার এর পরামর্শে ও দিকনির্দেশনায় আমি এ পদ্ধতিতে মরিচ চাষ করেছি। এতে সাময়িক খরচ একটু বেশী হলেও এর ফলে আমার বেশ সুবিধা হয়েছে। নতুবা বিগত টানা ভারী বৃষ্টিতে মরিচ নষ্ট হয়ে যেত।
তাছাড়া মাল্চিং পদ্ধতিতে জমিতে সেচ ও আগাছা পরিষ্কার করার প্রয়োজন হয়না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন আমরা সরকারের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়নে ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, উদ্বুদ্ধকরণ সভা ও প্রদপ্রদর্শনী দিয়ে যাচ্ছি। এতে কৃষকদের আগ্রহ বাড়ছে এবং তাঁরা সফলতা পাচ্ছে। কৃষির উন্নয়নে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য পুরনে নিরলসভাবে কাজ করে আসছি।