এফ এম খন্দকার মায়া :
হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।এতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসানের নির্দেশেনায় উপ-পরিদর্শক রবিউল্লা ও রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালননা করা হয়।
হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ যাত্রী পরিবহন উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়ে গেইট,কলেজ গেইট,ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক (ভায়া চুনারুঘাট) মুক্তিযুদ্ধ গোল চত্বরের গুরুত্বপূর্ণ জায়গায় মাদক বিরোধী অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলার সহকারী প্রসিকিউটর সজিব রায়।