বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলের লামাতাসি ইউনিয়নে চুরি-ডাকাতির ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকায় প্রায় রাতেই ঘটছে চোরের হানা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে ইউনিয়নের বরিকান্দি গ্রামে এক প্রবাসীর বাড়িতে সংঘটিত হয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। সশস্ত্র ডাকাতরা শিশু সন্তানকে জিম্মি করে এবং প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে নিয়ে যায় নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল।
জানা যায়, বরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে স্ত্রী পারভীন আক্তার ও শিশু কন্যা মিমকে নিয়ে বসবাস করছেন দুবাই ফেরত আব্দুল বাছিত। বুধবার দিবাগত রাতে তার এক নিকটাত্মীয় মারা যাওয়ায় আব্দুল বাছিত স্ত্রী কন্যাকে বাড়িতে রেখে মৃতের বাড়ি পাশ্ববর্তী সেলিমনগর চলে যান।
এ সুযোগে ৭/৮ জনের একদল ডাকাত রাত সাড়ে তিনটার দিকে তার বাড়িতে হানা দেয়।
ডাকাতরা ঘরের একটি পুরাতন দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূ পারভীন আক্তার (২৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার চার বছরের শিশু কন্যার গলায় ছুরা ধরে প্রায় ১৫ হাজার টাকা, মোবাইল ফোন, ট্যাব ও একটি সেলাই মেশিন নিয়ে যায়। এ সময় ধস্তাধস্তিকালে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহবধূ গুরুতর আহত হন। এক পর্যায়ে ওই গৃহবধূ শোর-চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসলে কোন কোন ডাকাত সিএনজি অটোরিকশা যোগে পালিয়ে যায়। পরে আহত গৃহবধূকে প্রথম বাহুবল ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়।
এব্যাপারে পারভিন আক্তারের শাশুড়ী সাবেক মহিলা মেম্বার লুৎফুন্নেছা আতঙ্কের কথা জানিয়ে বলেন, তার ছেলে বাছিত স্ত্রী কন্যাকে নিয়ে একা বাড়িতে থাকেন। এতে আবারও ডাকাতদের হামলার আশংকা করছেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আলী জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং থানা পুলিশকে অবহিত করেন। তবে ভয়ে প্রবাসীর পরিবার আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছে না।
প্রায় এক দশক পর বছরখানেক ধরে ওই এলাকায় চোর-ডাকাতের উপদ্রবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।