নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সন্তান শানিরুল ইসলাম শাওন ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করছেন।
২৭ ডিসেম্বর বুধবার শাওন নিজেই এতথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে শাওন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, শায়েস্তাগঞ্জের শাওন প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন এর আগে ৪১তম বিসিএসে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন পুলিশ ক্যাডারে।
শাওন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম এবং মীরা ইসলামের সন্তান।
জানা যায়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন শাওন। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪০তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শাওন বলেন, প্রথমবার বিসিএসের সুপারিশপ্রাপ্ত হিসেবে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করব।আমি সবার কাছে দোয়া চাই।