লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে এনজিও সংস্থা রুপান্তর এর বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় উপজেলার যুবকদের সমন্বয়ে যুব ফোরাম গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর)সকাল ১০ ঘটিকায় উপজেলার স্থানীয় বুল্লাবাজারস্থ শাহ্ বায়েজিদ ( রঃ) ইসলামি একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৩০ যুবক ও যুব মহিলা অংশ নেয়।
এনজিও সংস্থা রুপান্তর এর জেলা সমন্বয়কারী কাজী মফিজুল ইসলাম ও ফিল্ড অফিসার রাজীব হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন ও বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন।
স্থানীয় যুবদের উন্নয়ন, শান্তি,সম্প্রীতি বজায় রাখার ব্রত নিয়ে যুব ফোরাম গঠন কল্পে বিশদ আলোচনায় অংশ নেন এনজিও সংস্থা রুপান্তর এর প্রতিনিধি বৃন্দ ও উপস্থিত অতিথি বৃন্দ।
আলোচনা শেষে উপস্থিত সকল যুবদের ঐক্য মতের ভিত্তিতে আকিব শাহরিয়ার কে আহবায়ক এবং খাদিজা আক্তার কমলা, গাজী খাইরুন্নেসা চিশতি পপি, আবিদুল ইসলাম, তাহমিনা আক্তার সুমা,সারোয়ার আহমেদ আরিফ, প্রদীপ রবিদাসকে যুগ্ম আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট লাখাই উপজেলা যুব ফোরাম গঠন করা হয়।