চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ভূদেশ্ব মালের পলায়ন। ভুদেশ্ব মাল (২৬) আহম্মদাবাদ ইউপির চিমটিবিল এলাকার স্বর্গীয় বানেশ্বর মালের পুত্র।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির আমু চা – বাগান এলাকায় ১২ নম্বর সেক্টরের সামনের রাস্তায় থানার পুলিশ অভিযান পরিচালনা করে একটি পাটের বস্তায় নীল বর্নের পলিথিনে মোড়ানো ১৭টি গাঁজার পোটলায় ১কেজি করে মোট ১৭ কেজি গাঁজা জব্দ করে।
জব্দ ১৭ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
এবিষয়ে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী, পলাতক আসামি ভুদেশ্ব মালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।