বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে সামাজিক সংগঠন “আপনজন” এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর)উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর বেলা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আপনজন এর সভাপতি প্রানেশ রন্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মকসুদ আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠন এর যুক্তরাজ্য শাখার সমন্বয়ক শহীদুল আলম বাচ্চু,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম।
এতে আলোচনায় অংশনেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,আলহাজ্ব কুতুবউদ্দিন,সাবেক সভাপতি ও উপদেষ্টা এডভোকেট মোঃ সফিকুল ইসলাম,সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ, ডাঃ ফরাস উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট কামরুল হাসান চৌধুরী, এডভোকেট আজিজুল হক চৌধুরী জুয়েল, মোঃ বখতিয়ার উদ্দিন তালুকদার শাহজাহান, মোঃ সিরাজ উদ্দিন সহ আপনজনের সদস্যবৃন্দ।
অনুষ্টানে উপজেলার বুল্লা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পূর্ব বুল্লা মিরানিয়া বায়েজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৬ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র জ্যাকেট তুলে দেন অতিথি বৃন্দ।
উল্লেখ্য হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এর ১৯৮২ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা সামাজিক সংগঠন আপনজন দীর্ঘ ১২ বছর যাবত মানবসেবার মহান ব্রত নিয়ে কাজ করে আসছে।