বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে মৌসুমি শাকসবজি চাষী উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এর কৃষক সামছুল হক আগাম খিরা আবাদে লাভবান হয়েছে।
কৃষক সামছুল হক চলতি মৌসুমে কাঁচামরিচ, ফুলকপি, বাঁধাকপি,লাউ চাষের পাশাপাশি আগাম খিরা আবাদ করেছেন।
৪০ শতাংশ জমিতে খিরা আবাদে জমি তৈরি, বীজ সার সহ খরচ হয়েছে ৫ হাজার টাকার মতো। ইতিমধ্যে খিরা বাজারজাত করা হয়েছে।
এ পর্যন্ত ১৪ হাজার টাকার খিরা বিক্রি করা হয়েছে। বাজারে চাহিদাও বেশ এবং দামও পাওয়া যাচ্ছে।পাইকারি প্রতিমন ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কৃষক সামছুল হক এর সাথে আলাপকালে জানান আমি সারা বছরই মৌসুম ভেদে ও বাজারের চাহিদা বিবেচনায় শাকসবজি চাষাবাদ করে আসছি। এতে আমি বেশ লাভবান এবং কাংখিত মুনাফা পেয়ে আসছি।
এ বছরও রবি মৌসুমের শুরুতে আগাম খিরা আবাদ করেছি। এরই মধ্যে ১৪ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছি। প্রতিদিনই বাজারে নিয়ে পাইকারি দরে বিক্রি করছি।তবে বিগত কার্তৃক মাসের শেষের দিকের বৃষ্টিতে খিরার ক্ষতি সাধন হয়েছে তাই লাভবান হলেও কাংখিত মুনাফা হবে না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে ধানের পাশাপাশি শাকসবজী চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভা করা হচ্ছে। এতে সব্জির আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। বাজারের চাহিদা বিবেচনায় শাকসবজি চাষাবাদ করায় তারা লাভবান হয়েছে। তবে আবহাওয়ার প্রতিকূলতায় মাঝে মধ্যে কাংখিত ফলনে ব্যত্যয় ঘটে থাকে।