চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট হবিগঞ্জর মিরাশী ইউনিয়নের পূর্ব আঞ্চলের কৃষ্ণজুর গ্রামে দু’পক্ষের মধ্যে বাজারের বাস কাটা নিয়ে কেন্দ্র করে ঘন্টা ব্যাপী স্থায়ী সংঘর্ষ হয়েছে। এ সময়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।
আহত দেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল মোঃ শাকিল মিয়া(২৪) ছাত্র হবিগঞ্জ সরকারী কলেজ ছাত্র মোঃসুহেব মিয়া(২৬) কালাপুর হাফিজিয়া মাদ্রসার ছাত্র মোঃ সেলিম মিয়া(৩০) মিরাশী উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণীর ছাত্র শাকিলা ইয়ামিন(২৭) কলেজ ছাত্রী ও মাতা মিনারা খাতুন(৪৫) ও স্বামী হাবিবুর রহমান লাল মিয়া (৪৫)।
অন্যেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর দিকে আহতরা হল একই গ্রামের মৃত হাজী রইফ উল্লার পুত্র আজিজুর রহমান(৬০) ছেলে মোঃ শাওয়ন মিয়া(২২) সিএনজি চালক ও তার মাতা সহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার দুপুরের ও এ সংঘর্ষে ঘটনা ঘটে। পরে চুনারুঘাট থানা পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রন করে।
চুনারুঘাট থানা এস আই খন্দকার আল মামুন সহ একদল পুলিশ জানায় দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে আজিজুর রহমান এর সাথে তার ছোট ভাই হাবিবুর রহমানকে সাথে বিরোধে চলে আসছিল বলে গ্রামবাসী জানায়। তদন্তের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তোজনা সৃষ্টির পর সংঘর্ষ শুরু হয়। পরে তদন্তকারী এস আই মামুন অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রন করেন। এ ব্যাপারে এস আই মামুন জানায় এখন পযর্ন্ত কোন মামলা করা হয়নি। পরিস্থিতি শান্ত আছে ।