স্টাফ রিপোর্টার :
সংযুক্ত আরব আমিরাতে নেপালি সহকর্মীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি (৩৮) নিহত হয়েছেন। ঘটনার পরে দুবাই পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে।
নিহত কাউছার মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে প্রতিনিধিকে এ ঘটনা জানান।
নিহত কাউছার মিয়ার সহকর্মীদের বরাত দিয়ে ছাহেব আলী আরও বলেন, ওইদিন রাতে বাংলাদেশি এক যুবক কাউছারকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান।পরে তাদের নেপালী এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করেন।স্থানীয় লোকজন কাউছারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আরও জানান, কাউছার আট বছর আগে দুবাই গিয়েছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আগামী রোববার তার মরদেহ দেশে ফেরার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আবুধাবিতে এ খুনের ঘটনা ঘটে।