চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি প্রদান ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি প্রদান ও বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজী আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা।
স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জুয়েল ও হোসাইন আহমদ মাস্টারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, কাচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চুনারুঘাট শাখার ম্যানেজার আবু সাদাত মওদুদ আহমদ, মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আহমাদুর রহমান, আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক কাজী আব্দুল খালেক ও মাহমুদুল হাসান শাহি।