দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক পেয়েছেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সোমবার দুপুর ১২ টায় নিজের নির্বাচনী পোস্টার শেয়ার করেছেন ব্যারিস্টার সুমন। সেখানে তিনি লিখেছেন ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। সকলের দোয়া ও সহযোগিতা চাই।’
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে নির্বাচন করবেন – আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. আল আমিন, ইসলামি ঐক্যজোট বাংলাদেশ মোঃ আবু ছালেহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মোঃ মুখলেছুর রহমান, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ মোঃ আব্দুল মমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোট প্রার্থী রাশেদুল ইসলাম খোকন।