আকিকুর রহমান রুমন :
হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে আ’লীগসহ ৫জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে হবিগঞ্জের এই ৪টি আসনের মধ্যে ৩টি আসনের মোট পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়ন পত্র পত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ।
জেলা প্রশাসক জানান, হবিগঞ্জ-১(বাহুবল-নবীগঞ্জ)আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুশফিক হুসেন চৌধুরী,একই আসনের জাকের পার্টির প্রার্থী ইয়াসমিন আক্তার মুন্নি,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী,হবিগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ছাদিকুর মিয়া তালুকদার এবং হবিগঞ্জ-৪ আসনের জাকের পার্টির প্রার্থী সৈয়দ আবুল খায়ের তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এদিকে নিজের প্রার্থীতা প্রত্যাহার সম্পর্কে মুশফিক হুসেন চৌধুরী জানান,আওয়ামিলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ ১ আসনটি তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিকে দেওয়ার কারনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।