মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ :
আজমিরীগঞ্জে ১৭ই ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় ও বিকাল ৩ ঘটিকার সময় পৃথক পৃথক স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল কোর্ট পরিচালনা করেন।খোঁজ নিয়ে জানা যায়,বদলপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামে অনুমতি ব্যতীত জমির শ্রেণির পরিবর্তনের চেষ্টা করায় একটি এক্সকাভেটর জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় রাখা হয়। এ সময় খবর পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তাছাড়া, আজমিরীগঞ্জ বাজারে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ব্যানার, পোস্টার ও প্রচারপত্র অপসারণ করা হয়।
আজমিরীগঞ্জ বাজারে দণ্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক দুই ব্যক্তিকে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলার কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বদলপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামে অনুমতি ব্যতীত জমির শ্রেণির পরিবর্তনের চেষ্টা করায় একটি এক্সকাভেটর জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় রাখা হয়। এবং আজমিরীগঞ্জ বাজারে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ব্যানার, পোস্টার ও প্রচারপত্র অপসারণ করায়,দুই ব্যক্তিকে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার পুলিশ।