নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ চা বাগান এলাকায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতির ঘটনায় আরো ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্রসহ লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। আগেদিন শুক্রবার র্যাব ৩ জনকে গ্রেপ্তার করেছিল। এনিয়ে ডাকাতির ঘটনায় মোট ৯জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বেলা ২টার দিকে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোঃ স্বপন মিয়া (২১), মোঃ শাবাস মিয়া (২০), মোঃ রমজান (৩২), মোঃ রুবেল মিয়া (২৫), মোঃ শামীম হোসেন ইমরান (২১), মোঃ কামাল মিয়া (২৭)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৬৫০টাকা, একটি চাকু, একটি দা, একটি করাত ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসপি আরো জানান, রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। ঘটনার সাথে জড়িত আরো দুইজনকে আটকের চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত আছে, কোন অপরাধী ছাড় পাবে না।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাত সাড় ১০টার দিকে মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় রাস্তায় গাছ ফেলে ঘন্টা ব্যাপি ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চা বাগানের ডিজিএমসহ কয়েকটি গাড়ী আটক করে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।