মামুনুর রহমান সোহাগ,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রান্সফার্মার চুরি করতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলার সুদিয়াখলা গরুর বাজার নামক স্থান থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা গ্রামে বৈদ্যুতিক খুটির নিচে লাশ দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত যুবক হবিগঞ্জে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামের লাল মিয়ার ছেলে লিটন মিয়া (৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অজ্ঞাত লাশের শরিরে বিদ্যুৎপৃষ্টের স্পর্ট আছে এবং ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে এসে এ দুর্ঘটনা ঘটে।