এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
১৭ ডিসেম্বর রবিবার সকাল ৭ টার দিকে উপজেলার সুদিয়াখলা গরুর বাজার সংলগ্ন স্থানে এ লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ যাওয়ার বাইপাস সড়কে উল্লেখ্য স্থানে স্থানীয়রা বৈদ্যুতিক খুটির নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখার পর শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাহল প্রস্তুত করে শায়েস্তাগঞ্জ থানা নিয়ে আসেন।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান- অজ্ঞাত লাশের শরিলে বিদ্যুৎপৃষ্টের স্পর্ট আছে এবং ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে এসে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অজ্ঞাত লাশের পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, যদি কেউ ছবিতে বর্ণিত ব্যক্তি সর্ম্পকে কোন পরিচয় পাওয়া যায় তাহলে শায়েস্তাগঞ্জ থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগ ০১৩২০১১৮৯৯২, ডিউটি অফিসার শায়েস্তাগঞ্জ থানা।