দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
নানান আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় তোপধ্বনীর মাধ্যমে নানা কর্মসূচির সূচনা হয়।
এসময় রেলওয়ে জংশন, পূর্ব বড়চর বৃহত্তর সিলেট বিভাগের প্রথম ২ শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিল হোসেন ও আফিল উদ্দিন কবরে দুর্জয় শহীদ বেদিতে পুষ্পস্তবক নিবেদন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূইয়া,ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মুক্তা আক্তারসহ অতিথিবৃন্দ।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐহিত্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা ও থানা (ওসি) মোবারক হোসেন ভূইয়া জাতীয় পতাকা উত্তোলন করেন।
সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং মসজিদে দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মহান বিজয় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন।