এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চুনারুঘাট যুব ফোরামের মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে পদক্ষেপ গণ পাঠাগার হল রুমে চুনারুঘাট যুব ফোরামের আহবায়ক ফুলমিয়া খন্দকার মায়া’র সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে রূপান্তর প্রকল্প, আস্থার আওতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার লাইলী আক্তার,ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান,ফিল্ড অফিসার রাজীব হাসান।
চুনারুঘাট যুব ফোরামের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গৌরবময় বিজয় দিবস আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১- এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একইসঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের।ইতিহাস ও ঘটনাবলীর উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত উপজেলা ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রতিনিধি পঙ্কজ দেব,প্রিয়ন্ত কর,শেখ শিরিন,কামরুন্নাহার, সীমা,অর্পা,রুমি,নাজু,পুষ্পিতা,আব্দুল হক,বাছির,সৌরভ,ফাতেমা,মির্জা ফয়সাল,শহিদুল,সোহাগ,মাসুদ আলম,সুমি,জীবন সরকার প্রমুখ।