মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ:
মহান বিজয় দিবস উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার ১৬ ই ডিসেম্বর সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভসূচনা করা হয়।
এরপর জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধ সৃতি সৌধ, শহীদ জগতজ্যোতি দাসের প্রতিকৃতিতে ও বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,আজমিরীগঞ্জ মডেল প্রেস ক্লাব,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।আজমিরীগঞ্জ এ বি সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো হয়।
তাছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলা মিলনায়তনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভায় জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তব্যে আজমিরীগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা ৭১ এর দিনগুলোর কথা স্বরন করে আবেগাপ্লুত বক্তব্য রাখেন। তারা বলেন আজমিরীগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধাদের নামে তেমন কোন সৃতিস্তম্ভ নেই।
বক্তারা প্রশাসনের নিকট আবেদন জানান আগামী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধ ও যোদ্ধাদের কথা তুলে ধরতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে কয়েকটি সড়ক ও শহীদ জগতজ্যোতি দাসের নামে আজমিরীগঞ্জ সরকারি কলেজের নামকরন করার দাবি জানান।
তারা আরও বলেন স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সততা আমরা সবাই সততা নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে চাই।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক, পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান।
আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সিমা রানী সরকার,ওসি ডালিম আহমেদ, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশিকুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব প্রমুখ।