সুতাং প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই স্পোর্টি ক্লাবের উদ্যোগে সুতাং রেল ষ্টেশন মাঠে শুরু হয়েছে “সুরাবই ফ্রিজকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩”।
আজ বিজয় দিবসে উক্ত টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করে নূরপুর জুনিয়র একাদশ বনাম ধরমন্ডল একাদশ।
টুর্নামেন্ট উদ্ভোধন উপলক্ষে সুরাবই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া রায়হানের সভাপতিত্বে ও নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সোহানুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, সুরাবই স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব, মোঃ জাকির হোসেন,সৈয়দ মারুফ আহমেদ, গোলাম সারোয়ার উদ্দিন বাবলু, মোঃ তাহির মিয়া ,মোঃ ফারুক মিয়া,সাইফুদ্দিন রুবেল, মোঃ আছিব আলী, সুরাবই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ উজ্জল মিয়া,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুরাবই স্পোর্টিং ক্লাবের টিম ম্যানাজার মোঃ মোরাদ উল্লাহ, সদস্য মোঃ জহিরুল ইসলাম সুজন, গাজীউর রহমান রানা, মোঃ সেন্টু মিয়া, মোঃ আবিদুজ্জামান সোহাগ, লুৎফুর রহমান সৈকত, শরিফ আহমেদ তানিম, মোঃ জয়নুল মিয়া, চানপুর গ্রামের প্রাক্তন ক্রিকেটার শাহীন আহমেদ, মোঃ লিটন তালুকদারসহ প্রমুখ।
উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক, সুন্দরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সার্বিকভাবে সহযোগীতা করেন সুন্দরপুর গ্রামের মোঃ আল আমিন চৌধুরী ও এলাকাবাসী।
জানা যায়, উক্ত টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১৬ টি দল অংশগ্রহণ করবে এবং প্রায় মাসব্যাপী টুর্নামেন্ট চলমান থাকবে।