স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে উদযাপিত হলো মহান বিজয় দিবস।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
সকাল ৭টায় ‘দুর্জয় হবিগঞ্জ’ সৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক দেবী চন্দ , পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, সিভিল সার্জন ডঃ মোহাম্মদ নুরুল হক, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধাণ নির্বাহী কর্মকর্তা,জেলা প্রশাসনের সকল কর্মকর্তা,সদর উপজেলা নির্বাহী অফিসার,বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পরে সেখানে দোয়া, মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিন সকাল ৮টায় জালাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় স্বাধীনতার অঙ্গীকার অক্ষুণ্ণ রাখতে প্রবীণ মুক্তিযোদ্ধারা নবীন প্রজন্মের হাতে লাল- সবুজের পতাকা তুলে দেন।এরপর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।