জিয়া তালুকদার, বার্মিংহাম থেকে : নেপালে সদ্য ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বৃটেনের বৃহত সামাজিক সংঘঠন হবিগঞ্জ সোসাইটি ইউকের পক্ষ থেকে ১৫০০ পাউন্ড লন্ডনস্থ নেপালের হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।
গত ৩রা জুলাই হবিগঞ্জ সোসাইটির পক্ষে নেপাল এম্বেসির চার্জ দ্যা এপেয়ার্স মি: তাজ বাহাদুর ও মি: সুরিয়া বাহাদুর এর কাছে ১৫০০ পাউন্ডের চেক হস্তান্তর করা হয়। এসময় হবিগঞ্জ সোসাইটির পক্ষে চেক হস্তান্তর করেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মি: আব্দুল আজিজ, সেক্রেটারি মুকিত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুমিন চৌধুরী ও আব্দুল।আওয়াল।
চেক হস্তান্তর অনুস্টানে নেপালের চার্জ দ্যা এপেয়ার্স মি: তাজ বাহাদুর হবিগঞ্জ সোসাইটি ইউকে কে ধন্যবাদ দেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য হবিগঞ্জ সোসাইটি ইউকে দীর্ঘ এক যুগ যাবত মানবতার সেবায় কাজ করে আসছে।