নিজস্ব প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাহজীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কবির মিয়ার সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মস্তু মিয়ার পরিচালনায় কমিটি গঠনকল্পে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফ।
সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব কে আহ্বায়ক, মোঃ ফারুক মিয়া কে সদস্য সচিব ও সৈয়দ মারুক আহমেদ, মোঃ আজদু মিয়া ও মোঃ তৈয়ব খাঁ কে যুগ্ম আহ্বায়ক করে কেন্দ্র কমিটি ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ কবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান ইমরান, অলি হোসেন লেচু , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান তালুকদার, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ তাজুল ইসলাম আরজু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ওয়ার্ড মেম্বার সৈয়দ এম এ আর মাসুক ভান্ডারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ শোয়েব মিয়া,নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ উল্লাহ, নূরপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আঃ হান্নান, সাধারণ সম্পাদক মোঃ শামীম মাহমুদ, নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সোহানুর রহমান, সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম শাওন, ইউনিয়ন সেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিজিল মিয়াসহ প্রমুখ।