বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
পজীব কর্মকর্তা কে.এম আব্দুস শাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর( এলজিইডি) এর উপজেলা প্রকৌশলী মোঃ আক্তার হোসেন,শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, লাখাই থানার পুলিশের প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক মৃদুল কুমার ভৌমিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তাগন বলেন পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার,আলবদর,আলশামসযখন বুঝতে পারে যে বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখা যাবেনা তখন তারা এ জাতিকে মেধাশুন্য করার নীলনক্সা প্রনয়ন করে।
তাঁরা এদেশের সাংবাদিক,কবি,সাহিত্যিক,চিকিৎসক,শিক্ষক সহ সহশ্রাধিক বুদ্ধিজীবিকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু তাদের এ নীলনক্সার হত্যাযজ্গ বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখতে পারেনি।এদেশ এগিয়ে যাচ্ছে। পরিশেষে শহীদ বুদ্ধি জীবিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা রূপালী রানী পাল।