স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরো ৪জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চানভাঙ্গা নামক এলাকায় এদুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক তিনজন নিহতের বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হলে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক দূর্গাপুর এলাকার ফারুক মিয়ার ছেলে তামীম মিয়া (২২) ও যাত্রী উমেদনগর এলাকার সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০), রামশ্রী এলাকার আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তারকে (২৫) মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, কার্ভাডভ্যান দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়।