লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের অভিযানে পলাতক মাসুক মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশনায় সহকারী উপ- পরিদর্শক ( এ এস আই) আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি বাজার থেকে মুড়িয়াউক ইউনিয়ন এর সুনেশ্বর গ্রামের মৃত মোঃ খোরশেদ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১৩ ডিসেম্বর)হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।