লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে বামৈ বড় বাজার সহ বিভিন্ন পয়েন্ট পিকেটিং ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসাবে চলমান অবরোধের ১০দফার ২য় দিনের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ,সাবেক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক লাখাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম মোল্লা তাজ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মশিউর রহমান চৌধুরী সাচ্চু , উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আহমেদ আজম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু,লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন ইসলাম অনিক, বামৈ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সুরে রহমান, বামৈ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিম,
লাখাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসুম মিয়া, যুব দলের সদস্য মোঃ রায়হান মিয়া সহ নেতৃবৃন্দ অংশ নেয়।
অবৈধ তফশিল বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে কামতা হস্তান্তর করে একটি সুন্দর ও সকলের গ্রহণ যোগ্য একটি নির্বাচন দাবিতে স্লোগান দেয়।
বেগম খালেদা জিয়া ও হবিগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছ সহ লাখাই উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক এডঃ মোঃ শামছুল ইসলাম , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম গোলাপ,উপজেলা যুব দলের আহবায়ক মাহমুদুল হাসান মাহমুদ, লাখাই উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ তাউছ আহমেদ সহ সকল রাজ বন্দী দের মুক্তি চাই বলেও স্লোগান দেওয়া হয়।