নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক সহিংসতা মামলায় জড়িত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০ টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়ককের উপর নাশকতার ঘটনায় জড়িত আসামি ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের মৃত আব্দুর নূরের পুত্র আব্দুর রকিব(৪২), বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার পুত্র মোঃ জুনেদ মিয়া(২২) ও একই গ্রামের মৃত নূর ইসলামের পুত্র মোঃ তাহির মিয়া(২৫) কে ভিন্ন ভিন্ন স্থান থেকে নবীগঞ্জ থানার এস আই গৌতম সরকারের নেতৃত্ব একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুর রকিব উপজেলা যুবদলের সাবেক সদস্য। এবং জুনেদ মিয়া ও তাহির মিয়া বাউসা ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃরা উশৃঙ্খল প্রকৃতির লোক বলে জানিয়েছে পুলিশ।