বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন শাখার উদ্যোগে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এর বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা -মরহুম মোঃ পারুল মিয়ার স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব পুটিজুরী বাজার মমতাজ মার্কেটে এ স্মরণসভা অনুষ্টিত হয়।
পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন লিয়াকত, আকতারুজ্জামান নাসির।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মরহুম পারুল মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, পুটিজুরী জামে মসজিদের খতীব – মাওঃ জামাল উদ্দিন মুন্সি।