এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার দাউদনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তিনজন ব্যবসায়ী কে ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও গত সোমবার উপজেলার অলিপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া।
তিনি এ সময় সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত পাইকারি ও খুচরা মূল্যে যেন পেঁয়াজ বিক্রি করে সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
এসময় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।