লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধার অভিযানে উপজেলা প্রশাসন।
সোমবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার লাখাই ইউনিয়নের লাখাই বাজারের অবৈধ দখলে থাকা সরকারি খাস ভূমি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা। এসময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান, কাননগো,ও সংসলিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা লাখাই বাজারে অবৈধ দখলে থাকা সরকারি খাস ভূমি উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা দেন সংসলিষ্ট ভূমি অফিসের সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমানকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান আমি লাখাই বাজারে অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা সহকারী কমিশনারকে নির্দেশনা দিয়েছি। অবৈধ দখলে থাকা ভূমির পরিমাণ কতটুকু হতে পারে জানতে চাইলে তিনি জানান ১৬ শতাংশ বা এর চেয়ে কম – বেশি হতে পারে।