নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নূরপুর হাইস্কুল মাঠে নূরপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খিরাজ সরদার এর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোবারক হোসেন পিন্টুর পরিচালনায় পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জামাল আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান,অলি হোসেন লেচু, ফখরুল হামিদ সহ আরো অনেকেই।
সভায় সর্ব সম্মতিক্রমে শায়েস্তাগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জলফু মিয়া কে আহব্বায়ক, সাবেক মেম্বার শেখ তানভীর হোসেন সফিককে যুগ্ম আহব্বায়ক ও নূরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেম্বার মোবারক হোসেন পিন্টু কে সদস্য সচিব করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ আবু জাহিরের নির্বাচন পরিচালনার জন্য নূরপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগ,সেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জনসাধারণ।