হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলায় পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি নিয়ে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসকের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কসহ জরিমানা করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে প্রশাসক কার্যালয়ে এক বিশেষ সভায় পেঁয়াজের মূল্য এবং ওজন নির্ধারন করে দেওয়া হয়।
এ সময় নিম্নে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয় : পাইকারি এলসি পেঁয়াজের মূল্য কেজি প্রতি ১২০ টাকা, খুচরা এলসি পেঁয়াজের মূল্য কেজি প্রতি ১২৫ টাকা, পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা ১ বা ২ বস্তার বেশি পেঁয়াজ একসাথে ক্রয় করতে পারবেন না, ক্রেতাগণ খুচরা বিক্রেতার নিকট হতে এক সাথে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবেন না।
কোথাও এর ব্যত্যয় হলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। মো: আশাদুল হক, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ, ফোন: ০১৭৩৭-১৪৩৩৮০, দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, হবিগঞ্জ, ফোন : ০১৬৭২-২৬৩৪৬৩, এন এম রেজাউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, হবিগঞ্জ, ফোন : ০১৭২৬-৮৪২৫১৭। সভায় ব্যকস সভাপতিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গতকালই প্রশাসন হবিগঞ্জ শহরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এ সময় অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে শায়েস্তানগরের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়। যদি কেউ উল্লেখিত মূল্যের অতিরিক্ত টাকা আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।