স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে কে.আলী প্লাজায় একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুুরি সংঘটিত হয়েছে। এঘটনায় চোরেরা নগদ ২ লক্ষ ৮০ হাজার ও মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে এ বিষয়টি জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতের যেকোনো সময় কে. আলী প্লাজার ব্যবসায়ী শহিদ মেম্বারের মালিকানাধীন জে এস ফ্যাশনে এঘটনাটি ঘটেছে।
শহিদ মেম্বার জানান- রাত ১০ টার পরে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যাই। পরদিন সকালে দোকানের স্টাফ আমার ভাগিনা দোকান খুলে দেখতে পান ক্যাশবাক্স বরাবর দোকানের পূর্বদিকের দেয়াল ভাঙ্গা এবং ক্যাশ বাক্সে রাখা ২ লক্ষ ৮০ হাজার টাকাও নেই। এছাড়াও কিছু লঙ্গী, শাড়ি ও বিছানার ছাদর চোরেরা নিয়ে গেছে। এঘটনার খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।