স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের বারলারিয়া গ্রামে ৪টি পুকুর থেকে রাতের আধারে পুকুরের প্রায় ৪ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বত্তরা।
শুক্রবার (৮ ডিসেম্বর )গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুকুর মালিক ফয়েজ আহমেদ স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, অজ্ঞাত চুরেরা শুক্রবার দিবাগত রাতে আনুমানিক ১ থেকে ৫ ঘটিকার সময় চারটি পুকুর থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ১২ শত কেজি মাছ বাজার মূল্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়।
পুকুর মালিক ফয়েজ আহমেদ দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে আমার পুকুর দেখার জন্য গেলে আমার ৪ টি পুকুরে চুরির আলামত পাওয়া যায় তাৎক্ষণিক আমি স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করলে ওনারা ঘটনাস্থল পরিদর্শন করেন।পরবর্তীতে আমি শায়েস্তাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করি।
এসময় স্থানীয়রা জানান, বারলারিয়া ও চন্ডিপুর গ্রামের কিছু যুবক উক্ত পুকুর এলাকার আশেপাশে প্রতিদিন জুয়ার আসর বসান এবং উক্ত আসরে প্রতিনিয়ত গাঁজা ও ইয়াবা সেবন করা হয় বলে জানা যায়। যার ফলে এলাকায় দিনদিন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান- পুকুর মালিক শায়েস্তাগঞ্জ থানায় চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন পরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চুরির ঘটনাস্থল পরিদর্শন করেন।