বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিদায় সংবর্ধনা লাখাই থানা মিলনায়তনে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এ,এস,আই আবেদ আলী ও গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী।
এসআই পাভেল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পুলিশের রফিকুল ইসলাম, বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, এসআই ( উপপরিদর্শক)জহির আলী, ২নং মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, ৫নং বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মতিন, যুগ্ম সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, এএসআই আবেদ আলী, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মাসুক তালুকদার, কনস্টেবল কবির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মান্না, আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়ার হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।