আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ নির্বাচিত ৪ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, চেয়ারম্যান আলাউদ্দিন, মিজানুর রহমান, সৈয়দ সোহেল, মীর খোরশেদ আলম, মাহবুবর রহমান সোহাগ, মাসুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক সাব্বির হাসান,জয়িতা মোছাঃ সুরাইয়া জাবিন,শ্যামলী দেব,মণি রানী অলমিক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সফল জয়িতারা উপস্থিত ছিলেন।