প্রেস বিজ্ঞপ্তি :
আগামী শনিবার(৯ ডিসেম্বর) দুপুর ১১ ঘটিকায় লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন সুতাং নদীর বাঁকে : বুল্লার হাওরে ” ওয়াটার কিপারস বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা), খোয়াই ওয়াটার কিপার ও লাখাই প্রেসক্লাব এর যৌথ আয়োজনে : হাওরে অবস্থান কর্মসূচী” এর আয়োজন করা হয়েছে।
“হাওরের পানি প্রবাহকে বাধাগ্রস্থ করা চলবেনা-জলবায়ু ন্যায্যতা ও কৃষি, মৎস্যসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবিতে হাওরে অবস্থান কর্মসূচি” শিরোনামে পরিবেশ বিষয়ক এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে হবিগঞ্জ থেকে অংশগ্রহণ নিশ্চিত করেছেন:
অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,অধ্যাপক জাহান আরা খাতুন, মোহাম্মদ আলী মমিন, এডভোকেট রুহুল হাসান শরীফ,সহ: অধ্যাপক নাসরিন হক, আহসানুল হক সুজা, ডা: আলী আহসান চৌধুরী, সাইফুল ইসলাম,আমিনুল ইসলাম,বাবু দা,এডভোকেট বিজন বিহারী দাস,তোফাজ্জল সোহেল,আব্দুল হালিম(এটিএনবাংলা)।
এছাড়া আরো উপস্থিত থাকবেন জেলা বাপার অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচীতে সঞ্চালনায় থাকবেন
তোফাজ্জল সোহেল।
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা), হবিগঞ্জ।
পরিবেশ বিষয়ক অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনের মাধ্যমে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্টরা।