স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে অবৈধভাবে গড়ে উঠা দোকানঘরের অংশবিশেষ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন-এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তার জায়গাসহ দখল নিয়ে পাখা দোকানঘর তৈরী করে স্থানীয় শংকরপুর গ্রামের আব্দুল খালিফের পুত্র আব্দুল মালিক।
বিষয়টি নজরে আসলে দখলদারকে অবৈধ স্থাপনাটি সড়িয়ে নেয়ার নির্দেশ প্রদান করে উপজেলা প্রশাসন। কিন্তু দখলদার আব্দুল মালিক প্রশাসনের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকানঘরের অবৈধ অংশটি ভেঙে খাস জমি উদ্ধার করা হয়।