স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে নানান আয়োজনের মধ্য দিয়ে ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে এক র্যালি ও জেলা প্রশাসনের হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার গৌর প্রসাদ রায় এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তি দাস পল্লব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম মুরাদ আলি,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা সাবেক কমান্ডার আব্দুস সহিদ প্রমুখ।
এসময় কর্মসূচিতে অংশ নিয়েছেন,বীর মুক্তিযোদ্ধাগণ ও সরকারি কর্মকর্তা,সাংবাদিক সহ নানা শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোর রাতে পাকিস্তানি সেনাসহ রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়।
৬ ডিসেম্বর সকালে ৩৩ জন মুক্তিযোদ্ধা প্রথম হবিগঞ্জ শহরে প্রবেশ করে অস্ত্র উঁচিয়ে হবিগঞ্জকে মুক্ত ঘোষণা করেন।