বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাই উপজেলায় আমন সংগ্রহ মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ১৫৯ মেঃটন।
অনলাইনে নিবন্ধিত কৃষকের মধ্যে ২৭৬ জন কৃষক ধান বিক্রির আবেদন করেন।
আবেদনকৃত কৃষকদের মধ্যে অনলাইনে লটারীর মাধ্যমে ০৬ টি ইউনিয়নে ৫৩ জন কৃষক নির্বাচিত করা হয়।
তাছাড়া আমন মৌসুমে লাখাই উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫৯ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৫৭ মেঃটন সিদ্ধচাল ও ১০৪ মেঃটন আতপ চাল সংগ্রহ করা হবে।
সরকারীভাবে ধানের মূল্য প্রতিমণ ১২০০/টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষকদের বিক্রিকৃত ধানের মূল্য কৃষকের ব্যাংকে সরাসরি পরিশোধ করা হয়।
লটারীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মৎস অফিসার ওসিএলএসডি, সাংবাদিকবৃন্ধ।