চুনারুঘাট প্রতিনিধি : আগামী ১১ই জুলাই চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। একই দিনে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগেরও কাউন্সিল অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৫ বছর পর কাউন্সিলের ঘোষণায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই কাউন্সিলে রিপন সভাপতি ও রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তখন জেলা কমিটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান শামীম ও সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ মনেই করতে পারলেন না কবে চুনারুঘাটের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। কারণ এরপর আরও দুটি জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মস্তোফা কামালা আজাদ রাসেল ও সাইফুল ইসলাম রানার কমিটির পর বর্তমানে দায়িত্ব পালন করছে ইশতিয়াক রাজ চৌধুরী ও মুকিদুল ইসলামের কমিটি।
মস্তোফা কামাল আজাদ রাসেল সভাপতি থাকাকালে একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন চুনারুঘাটে কাউন্সিল করতে। কিন্তু সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল মোস্তফা শহীদের কাউন্সিল না হওয়ার পক্ষে থাকায় সেই কমিটি কাউন্সিল করতে পারেনি। চুনারুঘাট ছাত্রলীগের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক রুবেল ১ বছর পূর্বে যুবলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হলেও উপজেলা কমিটিতে তারা দায়িত্ব পালন করছেন। ফলে কমিটি শূন্য এই উপজেলায় কাউন্সিল করতে বর্তমান কমিটি সোমবার স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ১১ই জুলাই কাউন্সিলের তারিখ নির্ধারণ করে। সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী।
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম বলেন, চুনারুঘাটে কাউন্সিল ও সম্মেলনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি শুরু হয়েছে। যে সকল ইউনিটে কাউন্সিল হয়নি সেগুলোতেও পর্যায়ক্রমে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিলের তারিখ নির্ধারিত হওয়ার পর নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা দেয়। নেতৃত্বে আসতে আগ্রহী নেতাকর্মীরা শুরু করেছেন লবিং। নেতৃত্বে আসতে যারা প্রচার-প্রচারণা শুরু করেছেন তারা হলেন- আলমগীর, সোহলে, লিটন, মহসিন, রিপন, সুপ্রীয়, রিপন, রুবেল, সোহেল ও বেলালসহ আরও অনেকের নাম।
এদিকে ১০ মাস পূর্বে ২০১৪ সালের ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কাউন্সিল। দীর্ঘদিন যাবৎ পূর্ণাঙ্গ কমিটি গঠন না করতে পারলেও কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে কয়েকদিন আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেয়া হয়েছে অনুমোদনের জন্য। কেন্দ্রী সাধারণ সম্পাদক নাজমুল ছিদ্দিকী আলম দেশে না থাকায় কমিটি অনুমোদনে বিলম্ব হচ্ছে।