স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজের নিকট পাথরবোঝাই ট্রাকের চাপায় টুটুল মিয়া (৩০) নামের এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লাগামী একটি ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৬১৬) ওই স্থানে পৌঁছলে পেছনের চাকা পাংচার হয়।
এ সময় সাইট করে চালক টুটুল মিয়া গাড়ি মেরামত করার সময় পেছন দিক থেকে পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১২৬৯) পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টুটুল মিয়া নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনাকবলিত ট্রাক দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান- শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।