স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের মেয়র আলহাজ্ব জিকে গউছকে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে একটি কালো রঙের হাইএস গাড়িতে করে তাকে সিলেট নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।
এ সময় বিএনপি নেতার আত্মীয় স্বজন ও দলীয় কর্মীরা কারা ফটকে ভিড় করেন। পরে কড়া নিরাপত্তায় গাড়িটি ছেড়ে যায়।
হবিগঞ্জ কারাগারের জেলার মো. মাসুদ হাসান জানান, আগামী ৫ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ উপলক্ষে এ মামলার আসামি জিকে গউছকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হবে। এজন্য সিলেট কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।এরপর তাকে আবার হবিগঞ্জ জেলা কারাগারে আনা হবে।
এর আগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় জিকে গউছকে গ্রেপ্তার করে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ৪ সেপ্টেম্বর জি গেউছসহ ৫ বিএনপি নেতাকে ঢাকা কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।
চলতি বছরের ১৯ আগষ্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীতে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জি কে গউছকে প্রধান আসামী করে বিএনপির ১২শ নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন।